শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 [২] বৈশ্বিক তুলনায় মৃত্যুর হার কম : ড. ইকবাল আর্সানাল

শরীফ শাওন : [৫] বৈশ্বিক করোনা মহামারিতে ভাইরাসের আক্রমনে প্রবাসি বাংলাদেশির মধ্যে যুক্তরাষ্ট্রে ২৩৭, যুক্তরাজ্যে ১৫০, সৌদি আরবে ৬৪, কানাডয় ৭, আরব আমিরাতে ৬, কুয়েতে ৪৮, কাতারে ৪, স্পেনে ৮, ইতালিতে ৪ ও অন্যান্য দেশে ৪ জন মৃত্যুবরন করেন।

[৩] ড. আর্সানাল বলেন, বৈশ্বিকভাবে করোনা শনাক্তে মুত্যুর হার ৬.৯৬ শতাংশ হলেও বাংলাদেশে তা ১.৫৬ শতাংশ। করোনা প্রাদুর্ভাবের সময় বৈশ্বিক প্রতিবেদনে দেখা যায়, শনাক্তের মধ্যে মৃত্যুর হার ছিলো ২০ শতাংশ। এসময় শনাক্ত রোগীদের মধ্যে ক্রিটিক্যাল পর্যায়ে ছিলো ৬৫ শতাংশ। তবে বর্তমান তা ২ শতাংশে পরিনত হয়েছে।

[৪] তিনি বলেন, প্রধান কারন হিসেবে বলা যায়, ভাইরাসটি দ্রæত পরিবর্তনশীল। বাংলাদেশে ভাইরাসটি আসতে অনেক সময় নেয়ায় এর ক্ষমতাও অনেকাংশে কমে গেছে। প্রথম পর্যায়ে ভাইরাসটি দেহে প্রবেশের পর লিমোসাইড নামক কোষ খেয়ে ফেলতো। এতে হৃদযন্ত্রের কোষ ক্ষতিগ্রস্ত হয়ে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটাত। বর্তমানে ভাইরাসের মুল কাজ শাষযন্ত্র ও রক্তনালিতে রক্তের জমাট বাধা।

[৫] আইইডিসিআর এর তথ্য মতে, গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৮৩ হাজার ৪৬৫ জন। এর মধ্যে ৫ হাজার ৫৩৯ জন মৃত্যুবরণ করেন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৭০৯ জন, এবং মৃত্যুবরণ করেন ৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়