শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ দিনের ব্যবধানে করোনা নেগেটিভ হবিগঞ্জের ডিসি!

ডেস্ক রিপোর্ট : [২] মাত্র পাঁচ দিনের ব্যবধানে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসানের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার রিপোর্টটি নেগেটিভ এসেছে। আজ শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে, হবিগঞ্জের ডিসির নমুনা পরীক্ষা করে করোনার আলামত পাওয়া যায়নি।

[৩] এর আগে গত ৩ মে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টে হবিগঞ্জের ডিসি করোনায় আক্রান্ত বলে জানানো হয়। সেদিনই পুনরায় পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পাঠানো হয়।

[৪] হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল ডিসির দ্বিতীয় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হওযার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তার নমুনা আবারও পরীক্ষার জন্য পাঠানো হবে।

[৫] এ বিষয়ে জানতে চাইলে ডিসি কামরুল হাসান বলেন, ‘আমিও নেগেটিভ হওয়ার কথা শুনেছি। আরেকটি নমুনা পরীক্ষা করলেই অধিকতর নিশ্চিত হওয়া যাবে।’

[৬] জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জে ৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা, ব্যাংকার মিলে রয়েছেন ৪৮ জন রয়েছেন।আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়