শিরোনাম

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ০৯ মে, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নমুনা পরীক্ষা নিয়ে বিভ্রান্তি নেত্রকোনায়

নেত্রকণা প্রতিনিধি : [২] নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ দুজনের নমুনা পরীক্ষা নিয়ে জটিল পরিস্থিতি তৈরী হয়েছে। উপসর্গ ছাড়াই তাদের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আবার তিনদিনের ব্যবধানে তাদের ফলাফল এসেছে নেগেটিভ। এ অবস্থায় তৃতীয় দফা নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। প্রকৃতপক্ষে তারা করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে গলদঘর্ম সংশ্লিস্টরা।

[৩] খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতাউল-গণি-উসমানী জানান, স্বাস্থ্য কমেপ্লেক্সে দশদিনের রোস্টার ডিউটি শেষ করার পর কোন রকম উপসর্গ না থাকলেও দুজনের করোনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। কিন্তু তাদের নমুনায় একেক সময় একেক রকম ফলাফল আসছে।

[৪] সূত্র জানায়, স্বাস্থ্য কমেপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক মো. দেলোয়ায় হোসেনের নমুনা সংগ্রহ করে ৩ মে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে। ৫ মে নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের শরীরে করোনা পজেটিভ আসে। পরদিন ময়মনসিংহের এসকে হাসপাতালে তাদের আইসোলেশনে পাঠানো হয়।

[৫] অধিকতর নিশ্চিত হতে তাদের শরীর থেকে ফের নমুনা সংগ্রহ করা হয়। এবার ৭ মে যে ফলাফল আসে তাতে দেখা যায় দুজনই করোনা আক্রান্ত নন। তিনদিনের ব্যবধানে এ ধরনের ফলাফলে বিভ্রান্তিতে পড়েছেন চিকিৎসকরা। এ পর্যায়ে শুক্রবার ফের তাদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়