শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ০৯ মে, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান!

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: [২] করোনাভাইরাসের কারণে উপজেলায় চলতি বোরো মৌসুমে ব্যাপক ভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে আবার অনেকে অর্থ সংকটে ধান কাটতে পারছেন না। এ অবস্থায় দরিদ্র ও বরগাচাষী কৃষকের ধান কেটে দিয়েছে চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল।

[৩] এরই অংশ হিসেবে শুক্রবার সকালে চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল ও স্থানীয় ছাত্রলীগ,যুবলীগ কর্মীদের সাথে নিয়ে চরপার্বতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দরিদ্র কৃষক কৃষক নুর নবী'র ২৪ শতাংশ জমির ধান কেটে দেন।

[৪] চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল বিনাপারিশ্রমিকে ধান কেটে দেওয়ার এ উদ্যোগ গ্রহণ করায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।

[৫] কৃষক নুর নবী বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে অর্থ সংকটে শ্রমিক নিয়ে ধান কাটতে পারছিলাম না।নিজে ছোট ছোট দু ছেলেকে নিয়ে ধান কাটার সময় চেয়ারম্যান রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন। আমার সংকটের কথা শুনে তিনি ছাত্রলীগ, যুবলীগের কর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো।এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে।

[৬] শিক্ষক শাখায়াত হোসেন বলেন, শুধু লোকজন নিয়ে কৃষকের ক্ষেতে গিয়ে ধান কেটে দেওয়া নয়। চেয়ারম্যান মোজাম্মেল আমাদের সবার সুখে দুঃখে এগিয়ে আসেন। চেয়ারম্যানের এ ধরণের কর্মকান্ডে আমরা খুশি।

[৭] চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল বলেন, এ সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোর মতো বড় কাজ আর হতে পারেনা। করোনা এবং রমজান মাস চলমান, এসময়ে সূবর্ণ সুযোগ মানুষের পাশে দাঁড়ানোর। আমি এই কৃষকের ধান কেটে দেয়ায় অনেক ক্ষতি হয়ে যায়নি শরীরের বরং এ সংকটে তার পাশে দাঁড়াতে পেরে আমার অনেক ভালো লেগেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়