শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের করোনা শনাক্ত

স্পোর্টস ডেস্ক : [২] বৈশি^ক মহামারীতে ফুটবলের বেশ কিছু পরিচিত তারকা আক্রান্ত হয়েছেন। কিন্তু ক্রিকেটারদের মধ্যে তেমন দেখা যায়নি। তৃতীয় ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সোলো এনকোয়েনি।

[৩] প্রোটিয়া এ ক্রিকেটার বর্তমানে স্কটল্যান্ডে থাকেন। বছর বয়সী এই অলরাউন্ডার গতকাল টুইটারে জানিয়েছেন নিজের হতাশার কথা, গত বছর আমার জিবিএস ধরা পড়েছিল। গত ১০ মাস ধরে এই রোগের বিরুদ্ধে লড়াই করছি। মাত্র অর্ধেক সুস্থ হয়েছি। আমার যক্ষা আছে, আমার যকৃত কাজ করছে না এবং কিডনিও ভালো নেই। এ অবস্থায় আমার আজ করোনা ধরা পড়ল। আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গেই এসব হচ্ছে।

[৪] ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এনকোয়েনি গুইলিয়ান ব্যারি সিন্ড্রোম(জিবি)-এ আক্রান্ত। এ রোগে রোগীর শরীরের ইমিউন সিস্টেম স্নায়ুকে আক্রমণ করে। এমন জটিল রোগে মাঝে চার মাস কোমায় থাকতে হয়েছিল তাকে। এবারডিনশায়ার ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ এই ক্রিকেটার এবারডিন রয়্যাল ইনফারমারির আইসিইউতেই আছেন আপাতত।

[৫] এনকোয়েনির আগে স্কটল্যান্ডেরই ক্রিকেটার মাজিদ হক করোনা আক্রান্ত হয়েছিলেন। আর ক্রিকেটারদের মধ্যে সর্বপ্রথম করোনা আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল পাকিস্তানের জাফর সরফরাজের সুবাদে। সাবেক এই ক্রিকেটার গত ১৩ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়