শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সময় কেটে যায়, সময় কারো জন্য অপেক্ষা করে না : আহমদ আযম

শাহানুজ্জামান টিটু : [২] করোনায় ঘরবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান সারাদিনে তার কর্মকাণ্ডের বিষয়ে বলেন, যদিও কিছু সময় থাকে সুসময় আর কিছু সময় থাকে বিস্ময় ও বিস্মৃতির সময়। যে সময়টা পৃথিবীর সকলের জন্য এবং আমার জন্য এটা এতটাই বিস্মিত এবং অস্বাভাবিক যে ইচ্ছে না করলেও মেনে নিতে হচ্ছে।

[৩] তিনি বলেন, ঘুমে ঠিক নেই। খাওয়া-দাওয়া ঠিক নেই । ২৪ ঘণ্টা ঘরে বন্দী থাকলে যা হয়। শরীরের অবস্থা খারাপ হয়ে যায় । আমাদের তো পাশ্চাত্যের মতো ওরকম স্বাস্থ্য ব্যবস্থা নেই। যে আমরা ঘরের মধ্যেই কিছু ওয়ার্কআউট করলাম স্বাস্থ্যের জন্য। এরকম সিস্টেম নেই সেরকম মেন্টালিটির নেই। যে কারণে খাওয়া-ঘুম অলস ভাবে বই পড়া কিছু সময় টেলিভিশনে খবর দেখা। টকশোতে নানান রকমের কথা হচ্ছে সেগুলো দেখা।

[৪] অ্যাডভোকেট আহমদ আযম বলেন, কিছু চিন্তা করছি লেখালেখি করার। যদিও এখনো শুরু করিনি তবে চিন্তা করছি। এভাবেই কেটে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকায় সেখানে দু:স্থদের মাঝে কিছু কাজ করা। তাদের দুঃসময়ে পাশে কিভাবে দাঁড়ানো যায়, কীভাবে সহযোগিতা সাহায্য করা যায়, এ প্লানগুলো করা। তাদেরকে কিছু কিছু করে সহযোগিতা করা। সবকিছু মিলিয়ে আসলে দিন কেটে যায়। তার পরেও আমি মনে করি এই দিনগুলো খুবই অস্বাভাবিক দিন যাচ্ছে এবং এটা মেনে নিতে হচ্ছে।

[৫] শুক্রবার মোবাইল প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়