শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মধ্যেও ফিনল্যান্ডে শিল্পখাতে বাড়লো উৎপাদন

মুসা আহমেদ: [২] করোনা মহামারির মধ্যেও রাসায়নিক দ্রব্যাদির উৎপাদন ব্যাপক বেড়ে যাওয়ায় মার্চে ফিনল্যান্ডের শিল্পখাতে ২.৮ শতাংশ উৎপাদন বেড়েছে। তবে এই সময়ে শিল্পপণ্যের ক্রয়াদেশ কমেছে ৯.৩ শতাংশ। রয়টার্স

[৩] শুক্রবার এক পরিসংখ্যানে এসব তথ্য জানিয়েছে দেশটির গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনস্টিটিউট অব দ্য ফিনিশ ইকোনোমি এটলা।

[৪] সংস্থাটির প্রধান মারক্কু লেহমাস এক টুইটবার্তায় জানান, এ বছরের এপ্রিলে ফিনল্যান্ডের শিল্পউৎপাদন খাতে করোনার প্রভাব মোটামুটি ছিলো। তারপরও ইউরোপের অন্যান্য দেশের চেয়ে এটা ভাল খবর বলা চলে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে এ খাতে ক্রয়াদেশ কমেছে ৫.৬ শতাংশ।

[৫] তিনি আরো বলেন, জার্মানির মত অর্থনীতিতে প্রভাবশালী দেশের উৎপাদনখাতেও মার্চে ব্যাপক ধস নেমেছে। ওই মাসে দেশটির উৎপাদনশিল্পে ৯.২ শতাংশ কমেছে। যা ১৯৯১ সালের পর এই প্রথম এ খাতে এত পরিমাণ ধস দেখলো জার্মানি।

[৬] রাসায়নিক শিল্প নিয়ে সংস্থাটি জানায়, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে রাসায়নিক শিল্প উৎপাদন বেড়েছে ২৩.৮ শতাংশ। করোনা মহামারির কারণে ওষুধশিল্প খাতে রাসায়নিক দ্রব্যের চাহিদা বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে।

[৭] বৈদেশিক বাণিজ্যের বিষয়ে দেশটির শুল্কবিভাগ জানায়, গেলো বছরের তুলনায় চলতি বছরের মার্চে রপ্তানিখাতে আয় কমেছে ৮.৮ শতাংশ। অন্যদিকে, একই সময়ে আমদানি কমেছে ৬.১ শতাংশ। ফলে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২৭০ মিলিয়ন ইউরোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়