শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় করোনা রোগীর জানাজা পড়ায় দুই ওয়ার্ড লকডাউন

গিয়াস উদ্দিন, পটিয়া প্রতিনিধি : [২] জিরি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাওলানা হোসেন নামে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গত(৬ মে) তারিখে তার করোনাভাইরাস এর নমুনা পরীক্ষা করার পর কোবিড-১৯ ভাইরাস ধরা পড়ে। মাওলানা হোসেন গত ৫মে তারিখ চট্টগ্রামে মারা যায়া ।

[৩] মারা যাওয়ার পর বাদ যোহর তার নিজ বাড়ি জানাযা হয় জানাযায় প্রায় ৫০০ মানুষের সমাগম হয়।

[৪] জানা যায়, অংশগ্রহণকারীগন সবাই ৪এবং ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। ফলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে পরামর্শক্রমে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় জিরি ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে আগামী ১৪ দিন পর্যন্ত ।

[৫] এই বিষয়ে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইনামুল হাছান বলেন, আগামী ১৪ দিন পর্যন্ত লকডাউন সময় সংশ্লিষ্ট ওয়ার্ড এর সংশ্লিষ্ট ইউপি মেম্বার/চেয়ারম্যান লকডাউনকৃত এলাকার মানুষের সার্বিক প্রয়োজনের বিষয়টি নিশ্চিত করবেন ।

[৬] এছাড়া গ্রাম পুলিশের সহযোগিতায় বিধি মোতাবেক স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা করবেন। আইন-শৃঙ্খলা বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়