শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বয়ংক্রিয়ভাবে হাত ধুয়ে দেবে মেশিন

রাজু আলাউদ্দিন : [২] স্বয়ংক্রিয়ভাবে হাত ধুয়ে দেয়ার মেশিন বাজারে এনেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান।

[৩] মেরিটেক নামের এই প্রতিষ্ঠানটির আনা হাত ধোয়ার মেশিন ১২ সেকেন্ডেই সব ধরনের জীবানু ৯৯ শতাংশ কার্যকরভাবে দূর করবে বলে দাবি করেছে তারা। এতে পানির অপচয়ও ৭৫ শতাংশ কমবে বলে দাবি তাদের।

[৪] মেশিনটিতে হাত ঢুকিয়ে দেয়ার দুটি জায়গা রাখা হয়েছে। তাতে হাত দেয়ার সাথে সাথে মেশিনটি পরিস্কার করার কাজ করতে শুরু করে। পরে হাত বের করে মেশিনের সঙ্গে থাকা টিস্যু দিয়ে মুছে নিলেই চলে।

[৫] প্রতিষ্ঠানটি জানায় প্রতি ৮ ঘণ্টায় একবার মেশিনটি নিজেকেও পরিস্কার করে। ফলে মেশিন থেকে জীবানু সংক্রমণের ঝুঁকি থাক না।

[৬] সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেশিনটির ভিডিও দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কারো মতে, মেশিনটি মোটেও স্বাস্থ্যকর নয়, এটি হাতের ময়লাকে আরো ভালভাবে হাতেই মাখিয়ে দিচ্ছে।

[৭] আবার কারো মতে, গরম পানি প্রবাহিত হয় এমন সিঙ্ক ও অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান বরং মেশিনের চেয়ে বেশি কার্যকরভাবে হাত ধুতে পারবে। কেউ মন্তব্য করেছেন, আমরা কি এতটাই অলস হয়ে পড়েছি যে হাতটাও নিজেরা ধুতে পারি না।

[৮] কোনো কোনো নেটিজেন মনে করেন, করোনা ভাইরাস এমনই কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের তৈরি করা অসুস্থতা, যাতে তারা তাদের ব্যবসা বাড়ানোর সুযোগ পান। আবার অনেকেই অবশ্য বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই মেশিনটির প্রয়োজনীয়তার কথা বলেছেন। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়