শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা শনাক্ত পুলিশ সদস্যদের চিকিৎসা হবে ইমপালস হাসপাতালে

সুজন কৈরী : [২] প্রধানমন্ত্রীর অনুগ্রহ ও উদারতায় করোনা শনাক্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় রাজধানীর বেসরকারী হাসপাতালে ইমপালস প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে।

[৩] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র করোনা শনাক্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানে ২৫০ শয্যা বিশিষ্ট ওই হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে।

[৪] আইজিপি ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমর্থন ও মধ্যস্থতায় দ্রুত সময়ে ওই হাসপাতালটি ভাড়া ও আয়োজনের প্রক্রিয়া সম্ভব হয়েছে। গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। শিগগির ইমপালস হাসপাতালে করোনা শনাক্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু হবে।

[৫] বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশ সদস্যদের সার্বক্ষনিক সুচিকিৎসায় বেনজীর আহমেদ বহুমাত্রিক পদক্ষেপ হাতে নিয়েছেন এবং ইউনিট প্রধানদের সময়ে সময়ে নির্দেশনা দিচ্ছেন। করোনা শনাক্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকারের নিমিত্তে ইমপালস হাসপাতাল সংযোজন সেই প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রম। পুলিশের দেশপ্রেমিক সদস্যদের জন্য প্রধানমন্ত্রীর এই উদারতা ও ভালবাসার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়