শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসায় আফ্রিকার ‘কোভিড অর্গানিকস’ হার্বাল ওষুধ ব্যবহারে সতর্ক করলো হু

ইয়াসিন আরাফাত : [২] করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় কার্যকর ‘আর্তেমিসিয়া’ গাছের সঙ্গে অন্যান্য ওষুধি গুণ সম্পন্ন লতাপাতা দিয়ে তৈরি করা হার্বাল ওষুধ ‘কোভিড অর্গানিকস’ ভাইরাল হয়েছে আফ্রিকা মহাদেশে। মাদাগাসকারের মালাগাছি ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড রিসার্চের হয়ে এই ওষুধ তৈরি করেছেনজেরোমি মুনিয়াগি নামের এক ডাক্তার। দ্যা আফ্রিকা রিপোর্ট, বিবিসি, সিএনএন

[৩] সম্প্রতি এই হার্বাল ওষুধের প্রচারণা করেছেন মাদাগাসকারের রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোয়েলিনা। তাদের দাবি এই হার্বাল ওষুধ খেলে ১০ দিনের মধ্যেই করোনা থেকে মুক্তি পাওয়া যায়। এরপর ইকুয়েটোরিয়াল গিনি, গিনি বিসাউ, নাইজার, তানজানিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশ এই ওষুধ নিজ নিজ দেশের জন্য কিনে নেয়। এই ওষুধ কেনার আগ্রহ দেখায় দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য দেশও ।

[৪] তবে বিষয়টি নজরে আসার পর বৃহস্পতিবার এই হার্বাল ওষুধের ব্যাপারে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) । আর মাদাগাসকার সরকারকে এই ওষুধের ক্লিনিক্যালি টেস্ট করতে বলেছে। হু বলেছে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে যে এটা সত্যিই করোনা মুক্তিকে কাজ করে। এই ধরনের অবৈজ্ঞানিক হার্বাল ওষুধ ও চা পানে মানুষকে বিরত থাকতে বলেছে হু। যেসব দেশ এই হার্বাল ওষুধ কিনেছে ও কেনার আগ্রহ দেখিয়েছে তাদেরও সতর্ক করা হয়েছে।

[৫] এ বিষয়ে আফ্রিকা মহাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর মাতশিদিসো মোয়েতি বলেছেন, ‘বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এমন হার্বাল ওষুধ কেনার আগ্রহ আফ্রিকার যেসব দেশ দেখিয়েছে তাদের আমরা সতর্ক করতে চাই। পাশাপাশি এই ওষুধ কেনার ব্যাপারে নিষেধও করতে চাই। আমরা বুঝতে পেরেছি যে মানুষ এমন কিছু খুঁজছে যেটা করোনা থেকে মুক্তি দিতে পারে। তবে এসব ওষুধের ব্যাপারে আমরা বৈজ্ঞানিক প্রমাণ চাই। এসব ওষুধের বৈজ্ঞানিক গবেষণার ব্যাপারে উৎসাহ দিতে চাই। আশা করছি ওই দেশের সরকার আমাদের এই কথা দিবে যে তারা এটার বৈজ্ঞানিক গবেষণা করে দেখাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়