শিরোনাম

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটি মানুষের জীবনই একেকটি উপন্যাস

স্বকৃত নোমান : একটু গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে যে পৃথিবীজুড়ে গল্প বা কাহিনির শাসনই চলছে। প্রতিটি মানুষের মধ্যেই গল্প আছে। প্রতিটি মানুষের জীবনই একেকটি উপন্যাস। ধর্মগ্রন্থগুলো পড়লে দেখা যাবে গল্পের কী বিপুল সমাহার। লৌকিক-অলৌকিক সব গল্প। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতায় কতোশত গল্প। গ্রিক পুরাণেও তাই। ত্রিপিট-বাইবেল-কোরআনেও তাই। জেলখানা ও ভেঙে যাওয়া জাহাজ, পৌলের প্রচার যাত্রা, পিতর ও কর্ণিলীয়, স্তিফান, একটি খোঁড়া লোক ও সাবধান বাণী, বাতাস ও আগুন, শেষ ভোজ ও বিশ্বাসঘাতকতা, গাধায় চড়ে রাজার যাত্রা, রাজা হেরোদের জন্মদিনÑ এ রকম বিস্তর গল্প রয়েছে বাইবেলে। ইব্রাহিম, ইসমাঈল, ইউসুফ, মুসা, ফেরাউন, জাকারিয়া, নূহ, সুলায়মান, জুলকারনাইন, খিজিরের কাহিনিসহ অসংখ্য কাহিনি বর্ণিত হয়েছে কোরআনে। সূরা ইউসুফের তৃতীয় আয়াতে বর্ণিত হয়েছে : ‘হে পয়গম্বর। ওহীর মাধ্যমে তোমার নিকট যে কোরআন প্রেরণ করেছি তাতে উত্তম কাহিনি বর্ণনা করছি। এর পূর্বে অবশ্য তুমি সে সম্পর্কে অনবহিত ছিলে’। খেয়াল করে দেখুন এই আয়াতেও কিন্তু ‘কাহিনি’ শব্দটি উল্লেখ রয়েছে। ঈশ্বরকে কেউ দেখেনি, অথচ তাকে কেন্দ্র করে কাহিনিগুলো মানুষ বিশ্বাস করছে। মৃত্যুর পর কবরে কী হবে কেউ জানে না, অথচ কবরের অবস্থা নিয়ে কতো গল্প তৈরি করেছে মানুষ। পরকাল কেউ দেখেনি, স্বর্গ-নরক দেখেনি, অথচ পরকাল ও স্বর্গ-নরকের কাহিনিগুলো মানুষ কী গভীরভাবে বিশ্বাস করছে। কী অসীম ক্ষমতা গল্পের। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়