শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে ৩৮ শিক্ষার্থীর ছয় মাসের ভাড়া মওকুফ করলো মেস মালিক

ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] করোনাভাইরাস মহামারীতে ঠাকুরগাঁও শহরে ৩৮ শিক্ষার্থীর ছয় মাসের ভাড়া মওকুফ করেছেন এক তরুণ মেসমালিক। ভাড়া মওকুফ করায় উপকৃত হয়েছেন জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

[৩] বৃহস্পতিবার বিকালে আব্দুল্লাহ আল মামুন নামে এই মেসমালিক ফেইসবুকে মেস ভাড়া মওকুফের বিষয়টি জানান। মামুন শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা।

[৪] ফেইসবুকে তিনি লিখেছেন, “এতদ্বারা ঠাকুরগাঁও কলেজপাড়ায় মামুন ছাত্রাবাস ও তাকিয়া ছাত্রী নিবাসের সকল ছাত্র-ছাত্রীর সংকটকালীন সময়ের রুমভাড়া সম্পূর্ণ মওকুফ করা হল।

[৫] মেসমালিক মামুন সাংবাদিকদের বলেন, এই ৩৮ জন শিক্ষার্থীর পরিবার শ্রমজীবী, কৃষক ও দরিদ্র সাধারণ মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া, নিম্ন আয়ের মানুষ। এই মেসে এমনও শিক্ষার্থী রয়েছেন যারা টিউশনি করিয়ে সংসার চালান। এসব বিষয় চিন্তা করে মে মাস থেকে আগামী ছয় মাস মেস ভাড়া মওকুফ করেছি।

[৬] গতকাল দুপুরে মামুন ছাত্রাবাস ও তাকিয়া ছাত্রী নিবাসে খোঁজ নিতে গেলে সেখানকার শিক্ষার্থী রহমত আলী ও রফিকুল ইসলাম বলেন, আগামী ছয় মাস মেস ভাড়া নেবেন না বলে নোটিশ দিয়েছেন মামুন ভাই। এছাড়া তিনি আমাদের খাদ্যসহায়তাও দিয়েছেন। এতে আমরা খুব উপকৃত হয়েছি। অন্যান্য শিক্ষার্থীরা একই অনুভূতির কথা জানিয়েছেন।

[৭] আফসানা পারভীন নামে এক শিক্ষার্থী বলেন, মামুন ভাই তার দুটি মেসের ভাড়া মওকুফ করেছেন। এতে আমরা অনেক খুশি হয়েছি। ওনার মত এলাকার সব বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসতেন তাহলে কষ্টে থাকা শিক্ষার্থীরা উপকৃত হত।

[৮] এ বিষয়ে জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ কুমার অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন মামুনকে। এ থেকে বাসা মালিকরা শিক্ষা নিয়ে ও অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের বাসা ভাড়া মউকুফ করবেন বলেওমনে করেন তারা। তারা মামুনের মত সবাইকে অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়