শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের সকল স্টেশনের ফাঁকা জায়গায় শাক সবজী চাষ করতে জরুরি নোটিশ

সময় টিভি অনলাইন : [২] দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) সালাহ উদ্দীনের আদেশে ওই নোটিশ পাঠানো হয় স্টেশনগুলোর ইনচার্জদের। ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত ওই নোটিশ বাস্তবায়নের তাগিদ দিয়ে বলা হয়, স্টেশনের ফাঁকা জায়গায় শাক সবজী চাষ করতে ইনচার্জদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে।

[৩] বর্তমানে ঢাকা বিভাগে ১৪৩টি রেলস্টেশন রয়েছে। প্রত্যেকটি স্টেশনের প্লাটফর্মের পাশে, লোকশেড কিংবা লাইনের পাশে অনেক ফাঁকা জায়গা অব্যবহৃত পড়ে থাকতে দেখা যায়। ঢাকা বিভাগ রেলের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, এসব অব্যবহৃত জায়গা অযথা পড়ে না থেকে অন্তত রেল কর্মচারীদের সবজীর চাহিদা পূরণে কাজে লাগে সে জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

[৪] মোহসী বলেন, এসব সবজী চাষের প্রয়োজনীয় খরচাদি সংশ্লিষ্ট স্টেশনগুলো নিজেরা সরবরাহ করবেন এবং উৎপাদিত পণ্য নিজেরা ভোগ করতে পারবে। একটি ফাঁকা জায়গাও অনাবাদী থাকবেনা, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি। আইরিন ফাতেমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়