শিরোনাম
◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৪:১৫ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে নদীতে ১৭ মরদেহ: হত্যার অভিযোগ ইরানি বাহিনীর বিরুদ্ধে

সিরাজুল ইসলাম: [২] বৃহস্পতিবার ১২ জনের এবং রোববার পাঁচজনের মরদেহ পাওয়া গেছে হারিরুদ নদীতে। রয়টার্স

[৩] হেরাত প্রদেশের গুলরান ডিস্ট্রিক্টের গভর্নর আবদুল ঘানি নুরি জানান, ৫০ আফগানকে হারিররুদ নদীতে নিক্ষেপ করেছে ইরানের সীমান্ত রক্ষী বাহিনী। তারা দেশটিতে প্রবেশ করার চেষ্টা করছিলো।

[৪] হারিরুদ নদীটি ইরান, আফগানিস্তান ও তুর্কিমেস্তিানের উপর দিয়ে বয়ে গেছে। সম্ভবত বন্দুকের মুখে ইরানের জুলফিকার এলাকায় তাদেও নদীতে ফেলে দেয়া হয় হয় বলে জানান আফগান কর্মকর্তারা।

[৫] তাৎক্ষনিকভাবে ইরানের পররাষ্ট্র কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পরদিন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মৌসাভি বিবৃতিতে বলেন, ওই দুর্ঘটনা ঘটেছে আফগানিস্তানের মাটিতে।

[৬] ইরানের সীমান্তরক্ষী বাহিনী অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের মাটিতে এ ধরনের ঘটনা ঘটেনি।

[৭] আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, তাদের সঙ্গে যৌথভাবে ঘটনা তদন্ত করতে রাজি হয়েছে তেহরান।

[৮] ইরান বলছে, আফগানিস্তানের বৈধ ও অবৈধ ২৫ লাখ অভিবাসী ইরানে আছে। তাদের বেশিরভাগই পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের বাসিন্দা। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে কাজ পেতে ব্যর্থ হয়ে জীবিকার তাগিদে তারা সেখানে আশ্রয় নিয়েছে।

[৯] জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, ইরানের করোনার প্রাদুর্ভাব হওয়ায় দেড় লাখের বেশি আফগান বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন। হেরাতের কয়েক ডজন স্থানীয় বাসিন্দা ইরানবিরোধী বিক্ষোভ করেছেন। করোনার বিস্তার রোধে লকডাউন আরোপ না করায় তারা বিক্ষোভ করেন। এ সময় তারা ইরানের কয়েকটি ট্রাকের জানাল ভাংচুর করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়