শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফার্মগেট ও আগারগাঁওয়ে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

সমীরণ রায় : [২] করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে ত্রান সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনার প্রতিরোধে মাঠে রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। দলীয়ভাবে সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় রাজধানীতে সুরক্ষা ও খাদ্য সামগ্রি বিতরণ করেছে যুবলীগ। দুপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে ৯৯ নং ওয়ার্ডের ফার্মগেট এবং ২৭ নং ওয়ার্ডের আগারগাঁও এলাকায় নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রি বিতরণ করা হয়।

[৩] বৃহস্পতিবার দুটি ওয়ার্ডেই যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রি বিতরণ তুলে দেন।

[৪] এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি জাফর ইকবাল, সহ-সভাপতি সাব্বির আলম লিটু, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, এড. মো: গোলাম কিবরিয়া, তেজগাঁও থানা যুবলীগের আহবায়ক আব্দুল কাদের, ২৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবু সাদেক, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ৯৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ যুবলীগের নেতারা।

[৫] করোনা প্রকোপ শুরু হবার পর হতেই সচেতনামূলক কাযর্ক্রম ও মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে যুবলীগ। ২৬ মার্চ অঘোষিত লকডাউন শুরুর পর থেকেই জনসচেতনামূলক কার্যক্রমের পাশাপাশি বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়