শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বকাপ পর্যন্ত বাকি আছে ২৩ ম্যাচ, নির্বাচকরা দেখবেন ফর্ম

রাহুল রাজ : [২] করোনার লকডাউনে ক্রিকেট ভক্তদের এখন সবচেয়ে বড় প্রশ্ন টি-২০ বিশ্বকাপ কবে হবে? আইসিসি এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। চলতি বছরের অক্টোবর-নভেম্বরের অস্ট্রেলিয়াতে এবারের বিশ্বকাপ নিয়ে আগস্টের আগে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয় আইসিসি। বিশ্বকাপ সময় মত হলে সাকিবকে ছাড়াই বাংলাদেশকে মাঠে নামতে হবে।

[৩] কিন্তু টি-২০ বিশ্বকাপ আগামী বছর হলে সেক্ষেত্রে দলের একাদশে যোগ হবে সাকিব আল হাসান। চলতি বছরের ২৯শে অক্টোবর শেষ হবে সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা।

[৪] টি-২০ তে বাংলাদেশের সম্প্রতি ফলাফল বেশ হতাশাজনক। শেষ ৯ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টি। শেষ একবছরে নির্বাচকদের সবচেয়ে বেশি মাথায় ঘাম পায়ে ফেলতে হয়েছে টি-২০ একাদশ তৈরিতে। শেষ ৯ টি-২০ ম্যাচের জন্য একাদশে ছিল ২৪ জন ক্রিকেটার। মাঠে সুযোগ পেয়েছি ১৯ জন।

[৫] বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, বিশ্বকাপের এখনো অনেক দেরি। আমাদের চলতি বছরে অনেক ম্যাচ খেলার সুযোগ আছে আছে। লকডাউন শেষে খেলোয়াড়দের ফিটনেশ পরিক্ষা করা হবে। এর পরে এশিয়া কাপ ও অন্য সিরিজের পারফরমেন্স দেখে বিশ্বকাপের চূড়ান্ত একাদশ তৈরি হবে।

[৬] ক্রিকেট সূচী অনুসারে সব ঠিক থাকলে বিশ্বকাপের আগে টিম টাইগারেরা ১৫ টি টি-২০ ম্যাচ খেলবে। বর্তমানে আইসিসির টি-২০ তালিকায় বাংলাদেশ ৮ নম্বর স্থানে অবস্থান করছে। যথাক্রমে ৯ ও ১০ নম্বর স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়