শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে ৩৩টি ল্যাবে করোনা টেস্ট করা হচ্ছে, আরো বাড়বে: ডা. নাসিমা সুলতানা

লাইজুল ইসলাম: [২] করোনা শনাক্তে প্রথম থেকে শুধু কাজ করে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট। পরে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পিসিআর মেশিন বসানো হয়। যাদের আগে থেকে ছিলো তাদেরকেও এর আওতায় আনা হয়। অনেকে ইচ্ছাকৃত ভাবে সরকারকে সহযোগিতা করে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকায় কাজ করছে ১৭টি ল্যাব। এরমধ্যে বেসরকারি আছে দুটি হাসপাতাল। এছাড়া সেনাবাহিনীর কয়েকটি ল্যাব দেশ ব্যাপী কাজ করছে। সেনা হাসপাতালের ৪টি ল্যাব করোনা টেস্টের কাজ করছে।

[৪] ডা. নাসিমা সুলতানা বলেন, রাজধানীতে আরো দুটি বেসরকারি হাসপাতালকে করোনা টেস্টের জন্য অনুমতি দেয়া হয়েছে। তারা ল্যাব বসালে পরিদর্শন শেষে কাজ শুরু করার অনুমতি দেওয়া হবে। রাজধানীর আরো বেসরকারি হাসপাতাল যদি অনুমতি চায় তাহলে তাদের শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ বলেন, ঢাকার বাইরে আরো ১৬টি ল্যাব কাজ করছে। তাদের মধ্যে একটি হাসপাতাল বেসরকারি। আরা বাকিগুলো সরকারি প্রতিষ্ঠান। ঢাকার বাইরে আরো কয়েকটি হাসপাতালের আবেদন জমা আছে। তাদেরগুলো আমরা যাচাই বাছাই করছি। শর্তসাপেক্ষে ও সব কিছু ঠিক ঠাক থাকলে অনুমতি দেয়া হবে।

[৬] ডা. সুলতানা বলেন, ঢাকা ও সারাদেশে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজ উদ্যোগে পিসিআর মেশিন ও ল্যাব বসাচ্ছে। এগুলো সম্পূর্ণ হলে করোনা নমুন সংগ্রহ ও শনাক্তের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়