শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপসর্গনির্ভর চিকিৎসা দেয়ার কথা ভাবছে সরকার

রাজু আলাউদ্দিন : [২] করোনা মোকাবিলায় আক্রান্ত শনাক্তে কেবল পরীক্ষার ওপর নির্ভর না করে উপসর্গভিত্তিক চিকিৎসা দেয়ার কথা বলছেন করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটির চিকিৎসকরা। পরীক্ষার পাশাপাশি উপসর্গনির্ভর চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়ার কথা ভাবছে অধিদপ্তর। তবে এর সুফল পেতে দরকার কেন্দ্রীয় সিদ্ধান্ত ও সমন্বিত বাস্তবায়ন।

[৩] করোনা প্রাদুর্ভাবের প্রায় দুই মাস হতে চললো। এখনো দিনে ছয় হাজারের বেশি পরীক্ষা করা সম্ভব হয়নি। অন্যদিকে পিসিআর পরীক্ষার বেলায়ও ফলস রেজাল্টের আশঙ্কা প্রায় ত্রিশ ভাগ। র‌্যাপিড টেস্টের ক্ষেত্রে এই হার আরো বেশি হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। তাহলে বিকল্প কি হতে পারে।

[৪] যেসব দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে কোভিড নাইনটিন, সেখানকার চিকিৎসকরা বলছেন শুধু পরীক্ষার ওপর নির্ভর না করে উপসর্গভিত্তিক চিকিৎসার দিকে মনোযোগ দিতে হবে।

[৫] যুক্তরাজ্য ক্যামব্রিজ ইউনিভার্সিটির মেডিকেলের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের ডা. রাইয়িক রিদওয়ান বলেন, উপসর্গভিত্তিক ভাবে যদি রোগীদের ভাগ করে দেয়া হয়। যেমন একটা কোভিট হাসপাতাল তৈরি করে রেড আইসোলেশন ও ইয়ালো আইসোলেশনের ভাগ করলে মনে হয় ভালো হবে।

[৬] স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পরীক্ষাকে অগ্রাধিকার দিয়ে উপসর্গনির্ভর চিকিৎসা নিশ্চিতের কথাই ভাবছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান বলেন, সব জনগণকে একসাথে পরীক্ষার আওতায় আনা সম্ভব নয়। তবে যাদের উপসর্গ দেখা দিবে, তাদের পরীক্ষার আগে থেকেই চিকিৎসায় আনা যেতে পারে।

[৭] বিশেষজ্ঞরা বলছেন, এমন ঢালাও পরামর্শ দরকার নেই। এ বিষয়ে দরকার সুনির্দিষ্ট নিতীমালা আর সেই অনুসারে আবকাঠামোগত পরিবর্তন। আর পুরো চিকিৎসা ব্যবস্থা এর আওতায় আসলে নন কোভিড রোগীরাও সুফল পাবেন।

[৮] মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিদওয়ান রহমান বলেন, পোটকল সম্পর্ণ ইমারজেন্সি সার্ভিস যদি উন্নত করতে পারি, তাহলে আমাদের রোগীদের ভোগান্তি কমবে। দেশে করোনা শনাক্তের ৬০ দিনের মাথায় মোট শনাক্ত প্রায় বারো হাজার হাজার। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়