শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে পাঁচ মাস পিছিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ

মাহমুদুল আলম : [২] বিশ্বব্যাপী করোনা সংকটের শুরু হয় চীনে। দেশটির হাজারখানেক প্রকৌশলী কর্মরত ছিলেন বাংলাদেশের পদ্মাসেতুর নির্মাণকাজে। আবার সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও এখন আবার বাংলাদেশে চলছে করোনা মহামারি। সবমিলে পাঁচ মাস পিছিয়ে যাচ্ছে পদ্মাসেতুর নির্মাণ কাজ।

[৩] প্রায় ২৫ শতাংশ বিদেশি প্রকৌশলীর অনুপস্থিতি এবং শ্রমিক সংকটকে এর জন্য দায়ী করছেন প্রকল্প পরিচালক। একাত্তর টিভির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

[৪] এতে বলা হয়, চীনের উহানে যখন কোরোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়, তখন পদ্মাসেতু প্রকল্পের প্রায় হাজারখানেক প্রকৌশলী নিজ দেশে চীনা বর্ষবরণ করতে যান।আর পরিবর্তীত প্রেক্ষাপটে চীনে তারা আটকা পড়েন।

[৫] এমন বাস্তবতায় বিদ্যমান লোকবল নিয়ে তিন শিফটের পরিবর্তে দুই শিফটে কাজ চালিয়ে নেয়া হচ্ছে। লকডাউন করা হয়েছে প্রকল্প এলাকা। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, প্রকল্প এলাকায় কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না, আবার কাউকে সেখান থেকে বের হতেও দেয়া হচ্ছে না। সেখানে কেউ ঢুকলেও তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়।

[৬] চলমান করোনা সংকটেও তিনটি স্প্যান বসেছে সেতুতে। তবু্ও পরিচালক জানান, আগামী বছর ২০২১ সালের জুলাইতে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু পিছিয়ে এখন তা ওই বছরের নভেম্বরে করার কথা চিন্তা করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়