শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ০৭ মে, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহন না থাকলেও সড়ক জুড়ে প্রচুর সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি

লাইজুল ইসলাম : [২] করোনা কালীন সময়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে বলা হয়েছে নগরবাসীকে বাসায় থাকতে। খুব বেশি প্রয়োজন না হলে বাসার বাইরে বের হওয়া নিষেধ রয়েছে। স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, সংবাদ মাধ্যম ও জরুরি সেবায় কর্মরতরা ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার।

[৩] কিছুদিন হলো স্বল্প আকারে খুলেছে ব্যাংক ও সরকারের কিছু প্রতিষ্ঠান। কিন্তু এই স্বল্প পরিষরে খোলার কারণে সড়কে যে পরিমাণ গাড়ি নেমেছে তা আশঙ্কা জনক। এতে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

[৪] রাজধানীর মগবাজার, বাংলামোটর, মৌচাক, হাতিরঝিল, বনানী, মিরপুর, কল্যানপুর এলাকায় খবর নিয়ে জানা গেছে প্রচুর ব্যক্তিগত গাড়ি চলাচল করেছে এসব সড়কে। এছাড়া রিকশাতো চলছেই। সিএনজি চালিত অটোরিক্সাও ছিলো প্রচুর রাজধানীর সড়কগুলোতে।

[৫] বাংলামোটরের বাসিন্দা সাদিকুর রহমান সাদ জানান, বাসার জানালা থেকে মেইনরোড দেখে অবাক হয়েছিলাম। এত গাড়ি সড়কে যা বলার বাইরে। নিয়ন্ত্রনে কেউ নাই বলে মনে হয়েছে।

[৬] মুদি দোকানদার জুয়েল জানান, সকালে সাভার থেকে সিএনপি অটোরিকশা ও রিকশা করে ঢাকায় এসেছেন। সড়কে শুধু বাস ছাড়া সবই পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। অভিযোগ করে বলেন, সড়কের পুরাটা অংশজুড়ে প্রাইভেট গাড়ি। সেগুলো চলতে পারলে গণপরিবহন কেনো চলতে পারছে না।

[৭] এ বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, আমাদের সদস্যরা সড়কে কাজ করছে। নগরবাসীকে বোঝানো হচ্ছে ঘর থেকে অযথা বের না হতে। কিন্তু তারপরও বাইরে ঘোরা-ফেরা করছেন তারা। এটা খুবই হতাশার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়