শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোভিড-১৯ নিয়ে গবেষণায় আশার আলো দেখিয়েই খুন হলেন চীনা অধ্যাপক

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা.বিং লিউ(৩৭) করোনা ভাইরাস নিয়ে গবেষণা করছিলেন। কিছুদিন আগে বলেছিলেন, কোভিড-১৯ নিয়ে গবেষণায় আমি খুব বড় কিছু পেয়েছি। সেই সঙ্গে কেউ বা কারা তাকে মেরে ফেলতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছিলেন। সিএনএন, ডেইলি মেইল

[৩]স্থানীয় সময় শনিবার বিকেলে পেনসেলভেনিয়ার রোজ টাউনশিপের ইলম কোর্টে নিজের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। বিংয়ের বাড়ির মধ্যে আরেকজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। সেই ব্যক্তির বয়স ৪৬ বছর। তার নাম গাউ গু। অনেকে মনে করছেন, বিংকে গুলি করে মেরে ফেলার পর গাউ আত্মহত্যা করে নেয়।

[৪]পুলিশ জানিয়েছে, বিংকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এমনকি গাউ গু ও ডা.বিং লিউ পরিচিত ছিলেন। তবে এখনই এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চায়নি পুলিশ।

[৫]পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় বলেছে, কোভিড-১৯ সংক্রমণের প্রক্রিয়া ও এর আচরণ সম্পর্কে ফলাফলের দ্বারপ্রান্তে ছিলেন বিং লিউ। বিংয়ের বৈজ্ঞানিক গবেষণার শ্রেষ্ঠত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য যাবতীয় চেষ্টা করা হবে।

[৬]সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রী ও পিএইচডি সম্পন্ন করেন চীনা নাগরিক লিউ। পোস্ট ডক্টরাল করেন পিটার্সবার্গের স্বনামধন্য কার্নেগি মেলন ইউনিভার্সিটি থেকে। ছয় বছর আগে তিনি কর্মজীবন শুরু করেন। গবেষণার পাশাপাশি একটি বই লিখেছেন। এছাড়া অন্তত ৩০ টি বইয়ে তার লেখা রয়েছে। তার প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, ডা.বিং লিউ ছিলেন একজন অসামান্য গবেষক, যিনি তার সহকর্মীদের কাছ থেকে সম্মান ও প্রশংসা অর্জন করেছেন। বিজ্ঞানে তার অনন্য অবদান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়