শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে মাদ্রাসা ছাত্র নিহত

শেখ সাইফুল ইসলাম, বাগেরহাট: [২] জেলাার চিতলমারীতে আকস্মিক কালবৈশাখীর ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ইমন মল্লিক (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় ওই ঘরে থাকা তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ইমন গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ইমনের বাবা-মা অন্য ঘরে থাকায় তারা প্রাণে বেঁচে গেছেন।

[৩] মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা গ্রামে বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়ায় বসতঘরের উপর গাছ পড়লে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।

[৪] ঝড়ে হিজলা গ্রামের পাকা ও আধা পাকা অন্তত দশটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৫] বুধবার সকালে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামটি পরিদর্শন করেছেন।

[৬] ঝড়ে যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুত করছে স্থানীয় প্রশাসন।

[৭] গাছে চাপা পড়ে নিহত মাদ্রসা ছাত্রের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করছে প্রশাসন।

[৮] নিহত ইমন মল্লিক চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা আলীয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ও হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে।

[৯] চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বুধবার সকালে বলেন, মঙ্গলবার রাত ১০টা নাগাদ বৃষ্টির সাথে ঝড়ো বাতাস শুরু হয়। ঝড়ো বাতাসে হিজলা গ্রামের আনসার মল্লিকের বাড়ির একটি মেহগনি গাছ উপড়ে তার খড়ের তৈরি ঘরের উপরে পড়ে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়