শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে ১ হাজার ১৯০ জন পুলিশ করোনা শনাক্ত

সুজন কৈরী : [২] গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ পুলিশ কর্মকর্তা করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন পুলিশ সদস্য।

[৩] পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৬ মে পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯০ জন পুলিশ। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫৭৬ জন রয়েছেন। তাদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

[৪] পুলিশে করোনা শনাক্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১ হাজার ২৬০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৮৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

[৫] এদিকে করোনা শনাক্ত হয়ে বুধবার শ্রী রঘুনাথ রায় (৪৮) নামের আরো একজন পুলিশ সদস্য মারা গেছেন। তিনি ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ছয় জন সদস্য মারা গেলেন।

[৬] রঘুনাথ রায়ের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত জানিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সোহেল রানা বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যেয়ে সহকর্মীর এমন আত্মত্যাগের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গর্বিত।

[৩] তিনি বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে অনেক গর্বিত সদস্য করোনা পজেটিভ হয়েছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর। আইজিপির সরাসরি তত্ত্বাবধানে প্রত্যেকের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। প্রতিদিন তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করছি। পাশপাশি তাদের মানসিক সাপোর্টও দেয়া হচ্ছে। আমরা এটি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশ ও জাতির প্রতি তাদের যে ভালবাসা এবং কমিটমেন্ট, এটি ধরে রেখেছেন। দেশ ও মানুষের জন্য তাদের সেবা অব্যাহত রয়েছে এবং থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়