শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবকোষে করোনাভাইরাস হত্যা করতে পারে, এমন টিকা আবিস্কারের দাবি ইতালিয় বিজ্ঞানীদের

আসিফুজ্জামান পৃথিল: [২] সারাবিশ্বে করোনার টিকা নিয়ে যে শতাধিক গবেষণা হচ্ছে তারমধ্যে এটিই সম্ভবত হতে যাচ্ছে সবচেয়ে ফলপ্রসু উন্নয়ন। রোমের সংক্রমকব্যাধী হাসপাতাল স্পালানাজানিতে সম্মন্ন হয়েছে এই পরীক্ষা। আরবনিউজ, সিএনবিসি, জি নিউজ

[৩] যে কোম্পানিটি এই টিকা আবিস্কার করেছে তার নাম তাকিস। এর সিইও লুইগি আউরিসচিও বলেছেন, এর আগে কোনও টিকা মানবকোষের ভিতর কোভিড-১৯ এর জীবাণুকে হত্যা করতে পারেনি।

[৪] ইতালিয়ান বার্তা সংস্থা আনসাকে আউরিসচিও বলেন, ‘ইতালিতে আবিস্কৃত টিকার সর্বোচ্চ পর্যায়ে পরীক্ষা করা হয়েছে। চলতি গ্রীষ্মের পর মানবদেহের উপর এর পরীক্ষা চলবে। আমরা যতোটুকু জানি, এর আগে কেউই মানবকোষের ভেতরে এই ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম হননি। মানুষের শরীরেও এটি কার্যকর হবে বলে আমরা আশা করছি।’

[৫] তিনি জানান, এই সফলতার পর মার্কিন কোম্পানি লিনেরেক্স এর সঙ্গে কাজ শুরু করেছে তাকিস। তিনি আরও বলেন, ‘আমরা ইতালিয়ান গবেষণা থেকে একটি টিকা আবিষ্কারের জন্য কঠোর পরিশ্রম করছি। এটি তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে ইতালিয়ান প্রযুক্তিতে। ইতালিতে গবেষণা করেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে বাজারজাত করতে আমাদের আন্তর্জাতিক অংশীদারের প্রয়োজন হবে।’

[৬] আউরিসচিও আরও বলেন, ‘এটি কোনও প্রতিযোগীতা নয়। আমরা সবাই একতাবদ্ধ হয়ে যদি সর্বশক্তি প্রয়োগ করি, তবেই করোনাভাইরাসের বিরুদ্ধে জয়লাভ সম্ভব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়