শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝুঁকি নিয়ে সম্মুখযুদ্ধে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার

ইসমাঈল হুসাইন ইমু : [২] দিন নেই, রাত নেই। সারাক্ষণই ছুটে বেড়াচ্ছেন তিনি। কার কী সমস্যা, খুঁজে বের করেন। তারপর নিজের মতো করে দেন সমাধান। এজন্য ‘মানবিক’ পুলিশ সুপার হিসেবে রংপুর জেলা পুলিশ সহ সবার কাছে পেয়েছেন গ্রহণযোগ্যতা। মানুষের জন্য অকাতরে কাজ করে যাচ্ছেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

[৩] করোনায় সারাদেশ যখন কার্যত লকডাউন, তখন রংপুর জেলা পুলিশের দায়িত্ব যেনো আরো বেড়ে গেছে। মানুষ যখন খাবারের জন্য রাস্তায় বেরিয়ে আসছে, তখন তাদের পাশে দাঁড়াচ্ছেন। শুধু তা-ই নয়, রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা, চিকিৎসা নিশ্চিত করা, লকডাউনে থাকা বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়াসহ নানা মানবিক কাজে সবার আগে পাওয়া যাচ্ছে রংপুর জেলা পুলিশকে।পুলিশের পোশাকের বাইরেও তিনি যেনো সবার কাছে হয়ে উঠেছেন অতি আপনজন।

[৪] পুলিশ সুপার বিপ্লব সরকার বলেন , করোনায় ঝুঁকি আছে জেনেও থেমে থাকেননি রংপুর জেলা পুলিশের সদস্যরা। আমরা বড় বড় দুর্যোগ দেখেছি। কিন্তু এমন মহামারি দেখিনি। সারা বিশ্বকে থমকে দিয়েছে করোনাভাইরাস। থানা সহ বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও কনস্টেবলরা আমাদের সাথে দিনরাত সমানভাবে দায়িত্ব পালন করে চলেছেন। তাদের অনেকেই পরিবার নিয়ে থাকেন। তাদের বলে দেওয়া হয়েছে ভাল করে পোষাক খুলে জীবনানাশক ছিটিয়ে নিজেকে জীবানুমুক্ত মুক্ত হয়ে বাড়িতে যাবেন। দুরত্ব বজায় রাখবেন। কোন সমস্যা দেখা দিলে আমাকে জানাবেন।

[৪] তিনি আরো বলেন , বৈশ্বিক এ মহামারী একা কখনোই মোকাবেলা করা সম্ভব নয়। দেশের মানুষকে সচেতন আর সহযোগিতার মধ্য দিয়েই একদিন করোনামুক্ত হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়