শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিলিতে আমদানি-রপ্তানি বন্ধে রাজস্ব হারাচ্ছে সরকার

রাজু আলাউদ্দিন : [২] করোনাভাইরাসের কারণে এক মাস ধরে বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এতে ক্ষতির মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। অপরদিকে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আর কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছেন শ্রমিক ও সিঅ্যান্ডএফ কর্মচারীরা।

[৩] করোনা ভাইরাসের কারণে ভারত সরকার ২৪ মার্চ থেকে রফতানি বন্ধ ঘোষণা করে। ফলে পরদিন থেকে বন্ধ হয়ে যায় হিলি স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানি-রফতানি। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের জনজীবন। কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের প্রায় ২ হাজার শ্রমিক ও কর্মচারী। আর আমদানি-রফতানি বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

[৪] হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, অনেক জটিলতার মাধমে ঋণ নিয়ে তারা এলসি খুলেছে। সেই সময়ে তারা সেইসব মাল পৌঁছেও দিয়েছে। কিন্তু এখনও তারা কোনো টাকা পাননি। এদিকে ব্যাংকের সুদ বেড়েই চলেছে।

[৫] দীর্ঘদিন বন্দর বন্ধ থাকায় সরকারের বেঁধে দেয়া রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানান হিলি শুল্ক স্টেশন সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আর এ কারণে আমরা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছি।
[৬] ভারত থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ ও পাথর আমদানি হয় সবচেয়ে বেশি। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে আড়াইশ’ পণ্যবাহী ট্রাক আসে। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯৫ কোটি টাকা। আদায় হয়েছে ১৫৩ কোটি টাকা। সময় টিভি দুপুর ১২টার বাণিজ্য সংবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়