শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রতিষেধক আবিষ্কারের দাবি ইতালির

রাজু আলাউদ্দিন : [২] বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে ইতালির শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘টাকিস’। মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, করোনা চিকিৎসায় মানুষের শরীরে ইতিবাচক কাজ করবে এ ভ্যাকসিন।

[৩] করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিবডি টেস্টের প্রস্তুতি গ্রহণ করেছে ইতালির স্বাস্থ্য বিভাগ। খুব দ্রুতই এই পরীক্ষা শুরু করা হবে বলেও জানায় তারা। এছাড়াও ভাইরাস শনাক্তকারী বিশেষ অ্যাপের ব্যবহার এ মাসেই শুরু করা হবে।

[৪] এদিকে ইতালিতে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে মঙ্গলবার একদিনে মারা গেছেন ২৩৬ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজারেরও বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৫ জনে।

[৫] লকডাউন শিথিল হলেও সোমবারের তুলনায় মঙ্গলবার রোম এবং মিলানের রাস্তায় মানুষের আনাগোনা ছিল কম।

[৬] ইতালিতে মঙ্গলবার মৃতের সংখ্যা কিছুটা বাড়লেও উল্লেখযোগ্য হারে কমেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে রাজধানী রোম এবং উত্তরাঞ্চলীয় শহর মিলানের রাস্তায় বের হওয়া মানুষের সংখ্যা সোমবারের তুলনায় ছিল অনেক কম। বাংলাদেশি মালিকানাধীন কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও খুব একটা চোখে পড়েনি ক্রেতাদের আনাগোনা।

[৭] ইতালির সরকারি পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, দেশটিতে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা মূল তালিকার চেয়ে আরও ১২ হাজার বেশি। গেল ২০ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জা, কিডনিজনিত রোগ কিংবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দেশটিতে অন্তত ১১ হাজার ৬শ মানুষ যারা গেছেন যা তালিকাভুক্ত হয়নি। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়