শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে করোনায় বাংলাদেশি সংক্রমিতের সংখ্যা বেড়েই চলছে

মাহমুদুল আলম : [২] দেশটিতে বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সেখানে কোরোনাভাইরাসে এ যাবত সংক্রমিত হয়েছেন তিন হাজার ৭১৭ জন বাংলাদেশি। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৪ জনের। তাদের মধ্যে ২২ জনই চট্টগ্রাম অঞ্চলের। ডিবিসিনিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
[৩] সৌদিআরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজার ২৫১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে দুইশ জনের। আক্রান্তদের মধ্যে ৮৫ শতাংশ বিদেশি এবং ১৫ শতাংশ দেশটির নাগরিক। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ হাজার ৪ শত ৩১ জন।

[৪] এদিকে অন্য আরেকটি সূত্র জানিয়েছে, সৌদিতে বাংলাদেশি করোনাক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঘোষিত কারফিউ আগামী ১৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল করেছে সৌদি সরকার। গত মার্চ থেকে দেশটি কারফিউয়ের মধ্যে থাকলেও প্রতিদিনই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। তবে সুস্থ হওয়ার সংখ্যাও অনেক বেশি।[৫]আনুপাতিক হারে মৃতের হার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশির সংখ্যা বেশি।  দেশটির হলি সিটিখ্যাত মক্কায় সবচেয়ে বেশি ৮৫ জন মারা যান, দ্বিতীয় স্থানে মদিনা এরপর পর্যায়ক্রমে অন্যান্য শহর রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়