শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ০৬ মে, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য সুরক্ষায় যথেষ্ট প্রস্তুতি ছাড়াই মার্কেট শপিংমল খুলে দেয়ায় উদ্বেগ প্রকাশ সিপিবির

 সমীরণ রায়ঃ [২] বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কোভিড-১৯ রেসপন্স টিমের অনলাইনে অনুষ্ঠিত এক সভায় অনুষ্ঠিত হয়। সভায় নেতারা বলেন, করোনা সঙ্কট মোকাবিলায় বিশেষজ্ঞ-চিকিৎসকদের পরামর্শ সরকারের কাছে এখন গুরুত্বহীন। মালিকের মুনাফার স্বার্থ ও চাপে, আমলাতন্ত্রের দাবি-পরামর্শ ইত্যাদির ওপরে নির্ভর করে সরকার গার্মেন্ট-কারখানার পর দোকান, মার্কেট, শপিংমল, ব্যবসাকেন্দ্র খুলে দেওয়ার মতো বিপজ্জনক ও আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এমন সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন করোনা-সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সরকারের এ আত্মঘাতী ও দায়িত্বহীন সিদ্ধান্ত দেশবাসীকে বিস্মিত করেছে।
[৩] তারা বলেন, জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু গার্মেন্ট খোলার কথা বলা হলেও, প্রকৃতপক্ষে প্রায় সব গার্মেন্টই খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে গার্মেন্ট খোলার আগে যেসব ব্যবস্থা গ্রহণে কথা বলা হয়েছিল, তার কিছুই হচ্ছে না। গার্মেন্টস শ্রমিকদের ব্যাপক হারে সংক্রমিত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। গার্মেন্টস কারখানার পর দোকান-মার্কেট, ব্যবসাকেন্দ্র খুলে দিলে গোটা দেশই চরম বিপদের মধ্যে পড়বে। সরকার দ্রুত এ বিপজ্জনক ও আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে বলে দেশবাসী প্রত্যাশা করে।
[৪] এছাড়া একই সভা থেকে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ওপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়।
[৫] সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন প্রমুখ।
[৬] গত মঙ্গলবার রাতে সিপিবির পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়