শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ০৬ মে, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থবির অর্থনীতির বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৫ শতাংশ

সাইদ রিপন : [২] গত অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি হয়েছিলো ৮ দশমিক ১৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) তথ্য বিশ্লেষণ করেছে বিবিএস। সংস্থাটির প্রাথমিক হিসেবে জিডিপি প্রবৃদ্ধির এ প্রাক্কলন করা হয়েছে।

[৩] বিবিএসের সূত্র জানিয়েছে, এবার প্রবৃদ্ধি যদি ৫ দশমিক ৫ শতাংশ হয় তাহলে জিডিপির আকার দাঁড়াবে ২৮ লাখ ৫ হাজার ১২১ কোটি টাকা। আর মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৯৬৮ দশমিক ৭৩ ডলার (প্রতি ডলার ৮৫.০৯ টাকা ধরে)। মাথাপিছু আয়ের এই গড় হিসাবের ক্ষেত্রে মোট জনসংখ্যা ১৬ কোটি ৭৪ লাখ ধরা হয়েছে।

[৪] এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি এখন ঢাকার বাইরে আছি। ফাইল না দেখে বলতে পারবো না। তবে বিবিএসে এই হিসাব করে থাকে। তারা যদি বলে থাকে তাহলে ঠিক আছে। আমি কাল এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

[৫] এ বিষয়ে ন্যাশনাল একাউটং উইং এর জিডিপি ও বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যানের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ বলেন, এ বিষয়ে কথা বলার অথোরিটি হচ্ছেন পরিকল্পনামন্ত্রী। আমি বিস্তারিত বলতে পারবো না। কারন ফাইল অনুমোদন হয়নি। দেশের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই দেশের অর্থনীতিতে বিরোপ প্রভাব পড়তে শুরু করে। এজন্য বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে।

[৬] সূত্র জানিয়েছে, প্রতিবছর মার্চের মধ্যে জিডিপির প্রাক্কলিত হিসাব দেয়া হয়। কিন্তু এবার করোনা ভাইরাসের কারনে দেরি হয়েছে। তবে প্রক্কলিত হিসাবে এই রিপোর্ট এখন পরিকল্পনামন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। ফাইল অনুমোদনের পর বিস্তারিত জানা যাবে। পরিকল্পনামন্ত্রীর দপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বলেন, বিবিএসের কাছ থেকে এমন ফাইল এসেছে। তবে মন্ত্রী বিস্তারিত বলতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়