শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আচ্ছা, করোনাভাইরাস কি আমার মতো রাত জেগে থাকে? সব কড়াকড়ি যেন সন্ধ্যার পরেই!

 

জিল্লুর রহমান

আচ্ছা, করোনাভাইরাস কি আমার মতো রাত জেগে থাকে? সব কড়াকড়ি যেন সন্ধ্যার পরেই। আর আমিতো মনে করেছিলাম করোনা তাড়িয়েই বাংলাদেশ ঈদ উদযাপন করবে। এখন তো মনে হচ্ছে, করোনাই হবে এবারের ঈদে ঘরে ঘরে মূল অতিথি। করোনার সঙ্গে বসবাস মন্দ নয়। করোনা কিছু বিষয় যেমন উন্মোচিত করেছে, অতি গুরুত্বপূর্ণ অনেক কিছুকে আড়ালও করে রেখেছে।
নির্বাচিত মন্তব্য : সাজিদুর রহমানÑ করোনার সাথে কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী করোনা নির্দিষ্ট সময়ে সংক্রমণ বিরতে থাকবে। অর্থাৎ জেনেভা কনভেনশন অনুযায়ী, যারা দিনের বেলা শপিং করতে আসবে, করোনা তাদের আক্রান্ত করবে না। [২] ইউসুফ আলী এসকে- সোনার বাংলায় কঠিন লকডাউন চলছে। লকডাউনের ঠেলায় ঈদে অনেকে দামি পোশাক কিনেও পড়তে পারবে না, অনেকে সেমাই কিনে খেয়ে মরতে পরবে না। সাধারণ মানুষকে করোনা বরণ করার জন্য রাস্তায় নামিয়ে, করোনার চাইতে শক্তিশালী ভিআইপি গণগুহায় পালাবে। করোনা যতো শক্তিশালী হোক তাদের খুঁজে পাবে না। করোনা তা-বের পর বলা হবে করোনা যুদ্ধে আমরা চ্যাম্পিয়ন, নতুবা বলা হবে আমাদের মন্ত্রী সাহেব করোনায় সফলতার জন্য বিশ্বসেরা স্বাস্থ্যমন্ত্রী উপাধি বা মেডেল পেয়েছেন। [৩] শওকত আলী চৌধুরী- লকডাউন উঠে গেলে-বাঙাল মূলকের আবাল-আবালীরা ঈদ শপিংয়ের জন্য হুমড়ি খেয়ে শস্পিং মলে উপছাইয়া যে পড়বে না। তাছাড়া, ঈদের পুণ্যবান-মহব্বতি কোলাকুলির শঙ্কাও কি উড়িয়ে দেওয়া যাবে। লকডাউন : ঈদের ৫দিন পর পর্যন্ত বাড়ানো হোক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়