শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু

শরীফা খাতুন শিউলী : [২] খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জরিনা বেগম (৬৫) নামে একজন করোনা রোগী মারা গেছেন।

[৩]মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে তিনি মারা যান। এ নি‌য়ে খুলনায় ক‌রোনা আক্রান্ত হ‌য়ে দুইজ‌নের মৃত‌্যু হ‌লো।

[৪] এর আ‌গে গত ২২ এ‌প্রিল ক‌রোনা আক্রান্ত হ‌য়ে মৃত‌্যু হয় রূপসা উপ‌জেলারে রাজাপুর গ্রা‌মের বা‌সিন্দা মোবাইল সা‌র্ভিসিং প্রকৌশলী নুর আলম খা‌নের(৪৩)।

[৫] করোনা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, সকাল থেকেই ওই বৃদ্ধার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি ডায়রিয়া ছিল। রাত সোয়া দশটার দিকে তিনি মারা গেছেন। তার বাড়ি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে।

[৬] করোনা হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জরিনা বেগম গত ২২ এপ্রিল খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে ৩০ এপ্রিল তার করোনা পজেটিভ শনাক্ত হয়। ৩০ এপ্রিল রাতেই তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

[৭] খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, খুলনা বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৬৪ জন। জরিনা বেগমসহ এ পর্যন্ত চারজনের মৃত্যু হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়