শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে চিকিৎসা করাতে গিয়ে আক্রান্ত দম্পতিসহ দেলদুয়ারে তিনজন পজিটিভ

অলক কুমার দাস : [২] টাঙ্গাইলের দেলদুয়ারে স্বামী-স্ত্রীসহ তিন জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। উপজেলার আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের রবিউল ও তার স্ত্রী শাহিনা বেগম এবং পাথরাইল ইউনিয়নের চিনাখোলা গ্রামের মোগরব আলীর ছেলে শামীম নমুনা পরীক্ষা করার পর করোনা পজেটিভ ধরা পড়ে।

[৩] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিঞা জানান, আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের রবিউলের স্ত্রী শাহিনা বেগম ডায়াবেটিকস রোগে আক্রান্ত। তিনি গত সপ্তাহে সাভারের একটি ক্লিনিকে সাভারে যান চিকিৎসা নিতে। ধারনা করা হচ্ছে সেখান থেকেই তারা আক্রান্ত হয়েছেন।

[৪] এছাড়া পাথরাইল ইউনিয়নের চিনাখোলা গ্রামের শামীম মুন্সীগঞ্জ চাকরী করেন। গত ২৭ এপ্রিল তিনি টাঙ্গাইল আসেন। তারপর থেকেই তিনি অসুস্থ বোধ করেন। এরপর পরিবারের সদস্যদের পরামর্শে তিনি নমুনা পরীক্ষা করাতে উৎসাহী হন। পরে ০৩ মে তার নমুনা সংগ্রহ করে ০৪ এপ্রিল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ (০৫ মে) দুপুরের পর জানতে পারি তিনি করোনা পজিটিভ হয়েছেন।

[৫] আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউনের আওতায় এনে তাদের সরকারী সবরকম সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

[৬] এসময় তিনি আরো জানান, দেলদুয়ার উপজেলা থেকে সর্বমোট ১০৭ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৩ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়