শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্মেওকে মিথ্যাবাদী বললো চীনা গণমাধ্যম

সিরাজুল ইসলাম: [২] রোববার তিনি বলেন, করোনাভাইরাস চীনের উহানের গবেষণাগারেই তৈরি; এ বিষয়ে তাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে তিনি বিস্তারিত বলেননি। বিবিসি

[৩] মঙ্গলবার দ্য হকিশ গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে পম্মেওকে উদভ্রান্ত বলা হয়েছে। পত্রিকাটির সোমবারের সম্পাদকীয়তে তার দাবিকে অদ্ভূত বলা হয়।

[৪] যুক্তরাষ্ট্রের ওই দাবিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘অনুমান নির্ভর’ বলছে। বলা হয়েছে, তাদের হাতে নির্দিষ্ট প্রমাণ নেই।

[৫] পত্রিকাটি বলছে, পম্পেও মিথ্যার ডামাঢোল পিটিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। প্রথমত: তিনি আগামি নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে চান। দ্বিতীয়ত: তিনি সমাজতান্ত্রিক চীনকে ঘৃণা করেন। বিশেষ করে তিনি দেশটির উন্নতি মেনে নিতে পারছেন না।

[৬] তবে পত্রিকাটি স্বীকার করে নিয়েছে, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে অভ্যন্তরীণ কিছু সমস্যা ছিলো। কিন্তু মোটের ওপর বেশ ভালোভাবেই তারা বিষয়টি সমাধান করেছেন। ভাইরাসটি উহান ছাড়া অন্য সব জায়গায় মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়েছে বলেও এতে দাবি করা হয়।

[৭] পিপল’স ডেইলিতে বলা হয়, নিজের বক্তব্যের স্বপক্ষে পম্মেরওর হাতে কোনও প্রমাণ নেই।

[৮] সিসিটিভি বলছে, ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিকরা ষড়যন্ত্র করছে।

[৯] যুক্তরাষ্ট্রে করোনা রোগী শনাক্ত হয়েছে ১২ লাখ ২১ হাজার ৯৮১ জন; মারা গেছে ৭০ হাজার ৮১২ জন এবং সুস্থ হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৭৭ জন। ওয়ার্ল্ডোমিটার

[১০] গত বছরের ডিসেম্বওে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়