শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ঝুঁকিতে পুলিশ সদস্যদের সুরক্ষায় নানা উদ্যোগ নেয়া হয়েছে রাজশাহীতে

মঈন উদ্দীন: [২] ফ্রন্টলাইন ফাইটার হিসেবে করোনাযুদ্ধে সবখানেই সবার আগে ছুটে যাচ্ছেন পুলিশ। আর এতে সারাদেশে করোনা সংক্রমিতদের প্রায় ১০শতাংশই পুলিশ। একইসাথে দায়িত্বরত পুলিশের সংখ্যা কমানো হয়েছে। পরিবর্তন আনা হয়েছে খাদ্যাভ্যাসেও।

[৩] করোনা পরিস্থিতিতে কমবেশি সব পেশার মানুষই যখন ঘরে, তখনো জনগণের সুরক্ষায় মাঠে পুলিশ। পেশাগত দায়িত্ব পালনে গিয়ে অনেক সদস্যই এখন করোনা সংক্রমিত। তাই প্রত্যেক সদস্যকেই করোনা পরীক্ষার আওতায় আনার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। এজন্য ল্যাবের সংখ্যাও বাড়ানোর পরামর্শ তাদের।

[৪] করোনায় ৫ পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে সকল ইউনিটকেই। তাই সদস্যদের সুরক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা পরিবর্তন এনেছে ইউনিটগুলো।

[৫] রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্যও করোনা আশঙ্কাজনক হতে পারে বলে উদ্বেগের কথা জানিয়েছে অতিরিক্ত উপ কমিশনার ও মুখপাত্র গেলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় ডিউটি রোস্টার নতুন করে সাজানো হচ্ছে। একসাথে ডিউটিরত পুলিশের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।

[৬] এদিকে, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ জানান, করোনায় মনোবল চাঙ্গা রাখতে নিয়মিত খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা হয়েছে জেলা পুলিশে। পাশাপশি নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যবিধি। তবে সন্দেহভাজনদের পরীক্ষা করা হচ্ছে নমুনাও।

[৭] তিনি আরো বলেন, প্রতিটি থানার ফোর্সকে দু’ভাগে ভাগ করা হয়েছে। পুলিশ লাইনে ফোর্সদের কয়েকটি গ্রুপে রাখা হচ্ছে। ফেস শিল্ড, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান দেয়া হয়েছে।নিয়মিত জিঙ্ক ট্যাবলেট ও ভিটামিন সি খাওয়ানো হচ্ছে।

[৫] উল্লেখ্য, সোমবার রাজশাহীর তানোর থানায় কর্মরত এক পুলিশ সদস্যসহ দু’জনের করোনা শনাক্ত হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়