শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে নতুন ওষুধ আনলেন ব্রিটিশ বিজ্ঞানীরা

রাজু আলাউদ্দিন : [২] ব্রিটিশ বিজ্ঞানীরা মরণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নতুন একটি ওষুধ প্রস্তুত করেছেন। সাউথাম্পটন ইউনিভার্সিটি হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ওপর প্রথম এই ওষুধের ট্রায়াল চালানো হয়েছে। এমনই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

[৩] বিসিরি প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যের বায়ো-টেক কোম্পানি ‘সিনায়ারজেন’ করোনার এই ওষুধটি বানিয়েছে। ওষুধটিতে ইন্টারফেরন বিটা নামে এমন একটি প্রোটিন ব্যবহার করা হয়েছে ভাইরাসের সংক্রমণ হলে যা মানুষের দেহে উত্পন্ন করে।

[৪] সিনায়ারজেনের প্রধান নির্বাহী রিচার্ড মারসডেন জানান, ‘এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় চিকিৎসকেরা আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে কিছু চিকিৎসা করছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই ওষুধটি আবিষ্কার করি।

[৬] তিনি বলেন, ইন্টারফেরন বিটা হচ্ছে মানুষের দেহে ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য প্রথম প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ। এই প্রোটিন ব্যবহার করেই করোনার চিকিৎসার ওষুধ তৈরি করা হয়েছে।

[৬] এদিকে, করোনার এই ওষুধটির জন্য ক্লিনিক্যাল ট্রায়ালে ৭৫ জন রোগী অংশ নিয়েছেন। এর মধ্যে একজন ৭৫ বছর বয়সী ব্রিটিশ নারী কায়ে ফ্লিটনি। এই ব্রিটিশ নারীকে হাসপাতালে শ্বাস কষ্ট নিয়ে ভর্তি করা হলে তার করোনা ধরা পড়ে। সেখানেই তার ওপর নতুন ওষুধটি প্রয়োগ করা হয়। তিনি বলেন, নতুন ওষুধটি নিতে আমার কোনো সমস্যা হয়নি।

[৭] যুক্তরাজ্যের ১০টি হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের ওপর এই ট্রায়াল চালানো হচ্ছে। ট্রায়ালের প্রাথমিক ফলাফল জুনের শেষের দিক পাওয়া যাবে বলে চিকিৎসকরা আশা করছেন। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়