শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ০৬ মে, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছুটি বেড়েছে রোগী বেড়েছে সড়কে গাড়িও বেড়েছে

জাগো নিউজ : [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি ১১ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। তবে খুলেছে গার্মেন্টস, খুলবে মার্কেট, শপিংমল। ছুটির বাইরে জরুরি সেবার দফতরগুলো। এর মধ্যে মঙ্গলবার দেশে রেকর্ডসংখ্যক ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কিন্তু রাজধানীর সড়কের চিত্র বদলে যাচ্ছে। অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা এদিন বেড়েছে।

[৩] করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে খুলেছে গার্মেন্টস, খুলবে মার্কেট, শপিংমলও। কিন্তু সব খোলার আগেই রাজধানীর সড়কের চিত্র বদলাতে শুরু করেছে। বাড়ছে যানবাহনের চাপ। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা এ তথ্য জানিয়েছেন। একাধিক স্থান ঘুরে যানবাহনের সংখ্যা বেশিই দেখা গেছে।

[৪] করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল আগামী ১০ মে থেকে খুলবে। তবে এক্ষেত্রে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা যোগাযোগ/চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে। সোমবার সরকার নির্দেশনা দেয়।

[৫] গতকালের ওই নির্দেশনার পরই বিভিন্ন স্থালে খুলতে শুরু করেছে বিপণি-বিতান, বাণিজ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। চাপও বেড়েছে সড়কে। যদিও দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা মঙ্গলবার রেকর্ড পরিমাণ বেড়েছে। ট্রাফিক উত্তরের মহাখালী এলাকার ট্রাফিক ইন্সপেক্টর দেলওয়ার হোসেন বলেন, সকাল থেকেই আজ হঠাৎ যানবাহনের চাপ বেশি। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি মাইক্রো, বিভিন্ন প্রতিষ্ঠান, গার্মেন্টসের লোগো লাগানো গাড়ির সংখ্যা বেশি। সবারই কাজ আছে অনেকেরই এই অজুহাত। যদিও আমরা ফাঁকা রাজধানীতে হঠাৎ গাড়ির চাপ বাড়লেও নজর বেশি দিচ্ছি যেন দুর্ঘটনা না ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়