শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ০৬ মে, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে টাস্ক ফোর্সের ক্ষমতা কমিয়ে দিয়েছে হোয়াইট হাউজ

ইমরুল শাহেদ : [২] কংগ্রেশনাল কমিটির কাছে হোয়াইট হাউজের পাঠানো এক মেমোতে বলা হয়েছে, করোনাভাইরাস টাস্ক ফোর্সের কোনো প্রশাসনিক সদস্যই প্রেসিডেন্টের প্রধান স্টাফের অনুমতি ছাড়া ক্যাপিটল হিলে কোনো সাক্ষ্য গ্রহণ করতে পারবেন না। টাইমস অব ইন্ডিয়া, সিএনএন

[৩] পক্ষান্তরে হোয়াইট হাউজের এই সিদ্ধান্তের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, ‘আমরা অকাট্য সত্যিটা জানতে চাই। তারা সত্য প্রকাশে ভীত।’ ডেমোক্র্যাটরা এই মেমোকে মহামারীতে জাতির প্রতিক্রিয়ার বিস্তারিত তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা মনে করছেন।

[৪] ড. এন্থনি ফাউচিকে আটকে রাখার জন্য হোয়াইট হাউজ সম্প্রতি যেসব পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান মেমোটি তারই ধারাবাহিকতা। ফাউচিই হচ্ছেন জাতির উর্ধ্বতন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ। কিন্তু ফাউচিকে সিনেট শুনানির জন্য অনুমতি দিলেও হাউজ প্যানেলের সামনে কথা বলতে দেওয়া হচ্ছে না। কারণ কি? কারণ সিনেটে প্রায় সকলেই ট্রাম্পের মিত্র রিপাবলিকানরা। আর প্রতিনিধি পরিষদ হলো ডেমোক্র্যাটদের।

[৫] শুধু তাই নয়। এই মেমোর মাধ্যমে যেসব প্রধান বিভাগগুলো করোনাভাইরাস নিয়ে কাজ করছেন এবং যারা এই মহামারী নিয়ে কথা বলতে পারবেন ক্যাপিটাল হিলে তাদের উপস্থিতিকেও সীমিত করা হয়েছে।

[৬] মেমোতে বলা হয়েছে, বিভিন্ন সংস্থার স্টাফ ও সম্পদ বর্তমান সংকটে অত্যন্ত জরুরি। একজন উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব হওয়ার পর থেকেই টাস্ক ফোর্স সদস্যরা বিরতিহীন কাজ করে যাচ্ছেন। তাদের হাতে অনেক কাজ। সপ্তাহে কয়েক দফা শুনানিতে উপস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া তাদের কাজ নয়। তবে উক্ত কর্মকর্তাটি নাম প্রকাশ না করার শর্তে এই মেমোটি নিয়ে আলোচনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়