শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলোর মুখ দেখতে চলেছে সান্তাহার হাসপাতাল

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] সোমবার (৪ মে) বিকেলে অবশিষ্ট নির্মান ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বগুড়ার তত্বাবধায়ক প্রকৌশলী মীর আব্দুল হান্নান এই কাজের উদ্বোধন করেন।

[২] এসময় উপস্থিত ছিলেন নির্বাহি প্রকৌশলী অশতোষ কর্মকার, আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা: শহীদুল্লাহ দেওয়ান, সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম ও ঠিকাদার ফারুক হোসেন। এই পূন: সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ২৮৩ টাকা।

[৩] উল্লেখ্য, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার রথবাড়ি এলাকায় ২০০৫ সালে সি.এম.এম.ইউ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে প্রায় ৩ কোটি ৩৩ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে ২০শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ কাজ শুরু করা হয়। এই হাসপাতালটির প্রায় ৮০ ভাগ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর হঠাৎ করে অবশিষ্ট অংশের কাজ বন্ধ রেখে ঠিকাদার প্রতিষ্ঠান চলে যান।

[৪] এরপর নির্মাণ কাজ সম্পন্ন না হলেও ২০০৬ সালের ২২অক্টোবর হাসপাতালটি উদ্বোধন করা হয়। এমতাবস্থায় দীর্ঘ প্রায় ১৫ বছর পেরিয়ে গেলেও কতৃপক্ষের নিকট হস্তান্তর ও চালু করা হয়নি। ফলে অভিভাবকহীন ও উম্মুক্ত অবস্থায় হাসপাতালটি ফেলে রাখা হয়েছিলো।

[৫] আদমদীঘি উপজেলা স্বাস্ত্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শহীদুল্লাহ দেওয়ান জানান, সান্তাহারের ২০ শয্যা হাসপাতালটি পুনরায় সংস্কার বা পুন:নির্মাণ করে সচল করতে সি.এম.এম.ইউ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক ৩ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ২৮৩ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২০২১ সালের জুন-জুলাই মাসের মধ্যেই নির্মান কাজ শেষ করে চালুর পরিকল্পনা রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়