শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জের ইট ভাটার ৯৪ শ্রমিক ফিরেছেন রাঙ্গামাটির লংগদু উপজেলায়

চৌধুরী হারুন ,রাঙ্গামাটি প্রতিনিধি: করোনার ডেঞ্জার জোন খাত নারায়ণগঞ্জের ইট ভাটার ৯৪ শ্রমিক ফিরেছেন রাঙ্গামাটির লংগদু উপজেলায়। তারা লংগদু আসার পর স্থানীয়দের মধ্যে  চরম আতংক বিরাজ করছে।

[৩] নারায়ণগঞ্জ থেকে সরাসরি ট্রাক যোগে ফেনী হয়ে খাগগাছড়ির মেরুং হয়ে লংগদু প্রবেশ করেছে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে।

[৪] উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ফেরত ৯৪ শ্রমিককে উপজেলার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, গোলটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজনগর সাকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন।

[৫] সকালে লংগদুতে নারায়ণগঞ্জ ফেরত শ্রমিকরা প্রবেশের খবর পেয়ে পথরোধ করে পুলিশ। পরে তাদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করে উপজেলা প্রশাসন।

[৬] লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন ইটভাটায় কর্মরত শ্রমিকরা কাজ বন্ধ হওয়ায় নিজ বাড়িতে ফিরে এসেছে। তাদের সবাইকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে। আগত শ্রমিকরা উপজেলার মাইনীমূখ, কালাপাকুজ্জ্যা ও গুলাশাখালী ইউনিয়নের বাসিন্দা বলেও জানান তিনি।

[৭] উল্লেখ্য  প্রশাসনের দক্ষতার সহিত কঠোর নজরদারিতে রাখায় এখনো রাঙ্গামাটি করোনা ভাইরাসের আক্রান্ত শনাক্ত হয়নি। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়