শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ৭৮৬ জনসহ মোট শনাক্ত ১০৯২৯, মৃত ১ (ভিডিও)

শাহীন খন্দকার ও মহসীন কবির : [২] মঙ্গলবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

[৩] তিনি জানান, করোনায় মোট মারা গেছেন  ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৬১৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়  ৫৭১১ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫ জনের।

[৪] তিনি জানান, মৃত্যুবরণকারীর বয়স ২১-৩০ বছরের মধ্যে। সে পুরুষ। ঢাকার বা‌সিন্দা। ৩৩ টি ল্যাবের ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪০৩ জন।

[৫] গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১২৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১ হাজার ৬৯৪ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০ জন, এ পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ১ হাজার ২৪৩ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ২ হাজার ৪৭৭ জন। অদ্যাবধি আইসোলেশনে এসেছেন ১ লাখ ৯৭ হাজার ৮১১ জন।

[৬] করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

[৭] গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়