শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার গাবতলী, মালিবাগ, গাজীপুর ও সাভারে শ্রমিকদের বিক্ষোভ

মহসীন কবির : [২] আর্থিক সহযোগিতা ও পরিবহন চালানোর দাবিতে ঢাকার গাবতলীতে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুুপুর থেকে তারা বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, পরিবহন বন্ধ থাকায় চরম অর্থকষ্টে রয়েছেন তারা। কিন্তু কেউ তাদের কোন ধরনের সহযোগিতা করছে না। চ্যানেল২৪

[৩]  মালিকপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত, আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। এ সময় ঘটনাস্থল গিয়ে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক শ্রমিকদের মানবিক সহায়তার আশ্বাস দেন। এমপির আশ্বাসে কিছু শ্রমিক রাস্তা থেকে চলে গেলেও কিছু শ্রমিক রাস্তা অবরোধ করে রাখেন। চ্যানেল২৪

[৩] রাজধানীর রামপুরা থানা এলাকার মালিবাগ আবুল হোটেলের পাশে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে আলেয়া ফ্যাশনের শ্রমিকরা এই বিক্ষোভ করছেন। শ্রমিকদের দাবি, আলেয়া ফ্যাশন নামের প্রতিষ্ঠানটি তাদের তিন মাসের বেতন বকেয়া রেখেছে। এমনকি ঈদের সময়ও বেতন পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে মালিক পক্ষ। দৈনিক আমাদের সময়

[৪] বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রায় পোশাক শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সানচেরি পোশাক কারখানার সামনে বিক্ষোভ করেন। চ্যানেল২৪

[৫] লে-অফ ঘোষণা বাতিল ও বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (৫ মে) আশুলিয়ার নরসিংহপুর এলাকার সোনিয়া মার্কেট রোড এলাকার 'আদিয়াত অ্যাপারেলস লিমিটেড' কারখানার সামনে এ বিক্ষোভ করেন ৩ শতাধিক শ্রমিক। আন্দোলনের দুই ঘণ্টা পরে শিল্প পুলিশের আশ্বাসে শ্রমিকরা চলে যান। বাংলানিউজ

[৬] শাহনাজ নামে এক শ্রমিক বলেন, বেতন বকেয়া রেখে লে-অফ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কারখানার সামনে কয়েক দফা অবস্থান নিলে গত ২৫ এপ্রিল বেতনের অর্ধেক টাকা পরিশোধ করে। এই করোনা মহামারিতে আমাদের বিপদে ফেলেছে, দুই মাস লে-অফ ঘোষণা করে আমাদের বেতন থেকে বঞ্চিত করার চেষ্টা করছে কারখানা কর্তৃপক্ষ। আমরা এ অন্যায় মানি না। লে-অফ এর নোটিশ প্রত্যাহার করতে হবে অন্যথা আন্দোলন চলবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়