শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ হাজার ৫`শ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ [২] চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলযোগে পাচারকালে হাসানুর রশিদ(২৩) নামে এক মাদক বিক্রেতাকে ১ হাজার ৫শ' পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহার করা মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার চুনতি মিডওয়ে ইন রেষ্টুরেন্টের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ পুলিশের চেকপোস্ট তাকে আটক করা হয়। সে কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল এলাকার জসিম উদ্দিনের পুত্র। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] লোহাগাড়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিডওয়ে ইন রেষ্টুরেন্ট সংলগ্ন (চেকপোস্ট) এর সামনে মোটরসাইকেল থামিয়ে শরীরে তল্লাশী চালিয়ে ১ হাজার ৫`শ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা হাসানুর রশীদকে আটক করা হয়। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।

লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, প্রাণঘাতী করোনা মহামারীর সুযোগ নিয়ে লকডাউনের মধ্যেও ইয়াবা পাচার সত্যিই দু:খজনক। তবে, মাদক পাচাররোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়