শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন

ইয়াসিন আরাফাত : [২] চীনের গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তাকে ‘ভুল’ বলে প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ডেইলিমেইল, মিরর

[৩] ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল রোববার এক বক্তৃতায় বলেছেন, প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ উত্থাপন করা উচিত নয়। তিনি আরো বলেন, ট্রাম্পের এই অভিযোগ বিবেচনায় নেয়ার আগে মনে রাখতে হবে, তিনি কয়েকদিন আগে করোনা মোকাবিলার জন্য জীবানুনাশক পান করার প্রস্তাব দিয়েছিলেন।

[৪] মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা চীনের গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার তত্ত্ব প্রত্যাখ্যান করলেও প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, চীনের উহান শহরের গবেষণাগারে প্রাণঘাতী এ ভাইরাসের উৎপত্তি হয়েছে বলে তার কাছে প্রমাণ রয়েছে।

[৫] এরপর রোববার ট্রাম্পকে সমর্থন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, করোনাভাইরাস মানবসৃষ্ট এবং এটি যে উহানের গবেষণাগারে তৈরি হয়েছে তার পক্ষে ওয়াশিংটনের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।

[৬] চীন অবশ্য শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। বেইজিং বলছে, ওয়াশিংটনের এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগ তুলেছে মার্কিন সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়