শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জের ইট ভাটার ৯৪ শ্রমিক ফিরেছেন রাঙ্গামাটির লংগদু উপজেলায়

চৌধুরী হারুন : [২] করোনার ডেঞ্জার জোন খাত নারায়ণগঞ্জের ইট ভাটার ৯৪ শ্রমিক ফিরেছেন রাঙ্গামাটির লংগদু উপজেলায়। তারা লংগদু আসার পর রাঙ্গামাটির লংগদু উপজেলার স্থানীয়দের মধ্যে চরম আতংক বিরাজ করছে। নারায়ণগঞ্জ থেকে সরাসরি ট্রাক যোগে ফেনী হয়ে খাগগাছড়ির মেরুং হয়ে লংগদু প্রবেশ করেছে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে ।

[৩] উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ফেরত ৯৪ শ্রমিককে উপজেলার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, গোলটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজনগর সাকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন।

[৪] সোমবার সকালে লংগদুতে নারায়ণগঞ্জ ফেরত শ্রমিকরা প্রবেশের খবর পেয়ে পথরোধ করে পুলিশ। পরে তাদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করে উপজেলা প্রশাসন।

[৫] লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন ইটভাটায় কর্মরত শ্রমিকরা কাজ বন্দ হওয়ায় নিজ বাড়িতে ফিরে এসেছে। গত অক্টোবর থেকে পরিবারসহ নারায়ণগঞ্জের ইটভাটায় শ্রমিক কাজ করেছে। তাদের সবাইকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে। আগত শ্রমিকরা উপজেলার মাইনীমূখ, কালাপাকুজ্জ্যা ও গুলাশাখালী ইউনিয়নের বাসিন্দা বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়