শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরগঞ্জে ইটভাটায় প্রতিবন্ধী নারীকে দলবেঁধে ধর্ষণ, দুজন গ্রেপ্তার

আজহারুল হক : [২] ময়মনসিংহের ঈম্বরগঞ্জ উপজেলার আংশিক মানসিক প্রতিবন্ধী এক নারীকে (২০) দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার বটতলা নামক স্থানের একটি ইটভাটায় এ ধর্ষনের ঘটনাটি ঘটে।

[৩] অভিযুক্তরা হলো উপজেলার ভাষা গকুলনগর গ্রামের আব্দুল বারেক (৫৫), উল্লাপাড়া গ্রামের আব্দুল মন্নাছ ও নুরুল ইসলাম (৫০)। তাদের মধ্যে বারেক ও মন্নাছকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৪] অভিযুক্ত তিনজন ইটভাটা ও স্থানীয় বাজারের দারোয়ান ও নৈশপ্রহরী। ওই নারীর বাবা আজ সোমবার বিকেলে তিন ধর্ষদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এর গত রোববার রাত ১২টার দিকে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।

[৫] নিগৃহীতার পরিবার ও পুলিশ জানায়, স্থানীয় একটি গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারী আংশিক মানসিক প্রতিবন্ধী। এই অবস্থায় বছর খানেক আগে বিয়ে হলেও স্বামী রেখে চলে যায়।

[৬] ওই নারীর চাচা জানান, তার ভাতিজি হঠাৎ হঠাৎ কাউকে না বলে ঘর থেকে বের হয়ে যায়। পরে খোঁজ করে ফিরিয়ে আনা হয়। গত রোববার রাত ১১টা নাগাদ সকলের অজান্তে ঘর থেকে বের হয়ে পাশের ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে বটতলা বাজারে যায়। পরে ঘণ্টাখানেক পর সে বাড়িতে ফিরে ব্যাপক কান্নাকাটি করতে থাকলে পরিবারের লোকজনের কাছে সে জানায় বাজারের তিনজন মিলে তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। ওই নারী পরিবারকে আরো জানায়, বাজারের দুই ব্যক্তি প্রথমে তাকে ধরে পাশের ইটভাটায় নিয়ে য়ায়। পরে সেখানে তিনজন পালাক্রমে ধর্ষণ করে।

[৭] ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, ধর্ষণের শিকার নারীকে জবানবন্দির জন্য আদালতে আর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়