শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা আর কতো নিচু হবো? আর কতো লোভী ও প্রতারক হবো?

রাশেদা রওনক খান : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার নবজাতকের নাম রেখেছেন তাকে করোনা থেকে সারিয়ে তুলেছেন যে দুজন ডাক্তার তাদের নামে উৎ ঘরপশ চৎরপব এবং উৎ ঘরপশ ঐধৎঃÑ এই দুজন ডাক্তার কিছুদিন আগে তার জীবন রক্ষায় সর্বক্ষণ গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছিলেন। তাই তাদের প্রতি তো বটেই পুরো চিকিৎসক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে নবজাতকের এই ধরনের নামকরণ নিকোলাস, জানালেন নবজাতকের মা। অন্যদিকে আমাদের দেশে ভাবছিলাম, আমাদের দেশে ডাক্তারদের প্রতি যেসব আচরণ দেখতে পারছি তা নিয়ে। যা হওয়ার তাই হচ্ছে। দেশে ৭০০’র অধিক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। করোনায় প্রাণ গেলো ডা. মঈন, ডা. জ্যোতি জয়ন্ত চক্রবর্তী। সম্প্রতি গেলেন আরেকজন চিকিৎসক প্রফেসর (কর্নেল) মনিরুজ্জামান, তিনি ছিলেন একজন হেমাটোলজিস্ট। এই তালিকা কতোটা দীর্ঘ হবে কে জানে।
এদিকে মাস্ক দুর্নীতি নিয়ে ওয়াশিংটন পোস্টসহ আন্তর্জাতিক নানা পত্র-পত্রিকায় খবর ছাপা হচ্ছে, অথচ এই মাস্ক গ্রহণ করতে অপারগ হওয়ায় ওএসডি হয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক শহিদ মো. সাদিকুল ইসলাম। এই পরিচালক সম্প্রতি কেন্দ্রীয় ওষুধাগার থেকে দেওয়া মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি এ বিষয়ে মতামত চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর কেন চিঠি দিয়েছিলেন, এটাই হয়তো তার দোষ। মাঝে মাঝে ভাবি, বাঙালি আমরা আর কতো নিচু হবো? আর কতো লোভী ও প্রতারক হবো? কতোটা নিচে নেমেছি যে আমাদের এসবে লজ্জা পর্যন্ত হয় না? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়