শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ০৫ মে, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বিদেশি নাগরিকের মৃত্যু নিয়ে অজানা শঙ্কা

এম. আমান উল্লাহ, কক্সবাজার : [২] শহরে আবাসিক হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধারের পর অজানা শঙ্কা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এ নিয়ে নানা ধরণের মন্তব্য করছেন তারা।

[৩] কেউ বলছেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে তার মৃত্যু হতে পারে, আবার কেউ বলছেন ষ্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

[৪] শনিবার8 রাত ৮টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল সুইট সাদাফের একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান। মৃতবস্থায় উদ্ধার ডুরাল মিসোস বে (৫০) তুরস্কের নাগরিক। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক তুরস্কের আসাদ নামের একটি আন্তর্জাতিক সংস্থার আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

[৫] হোটেল কর্তৃপক্ষ ও হোটেলটিতে একই কক্ষে বসবাসকারী বিদেশি নাগরিকের বরাত দিয়ে ওসি বলেন, হোটেলটির একই কক্ষে আরেক বিদেশি নাগরিকও থাকতেন। তিনি সন্ধ্যার পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে হোটেল কক্ষে ফিরে দেখেন ডুরাল মিসোস বে কে খাটে সাড়া শব্দহীন ভাবে পরে আছেন। কয়েকবার ডাকা ডাকির পরও ডুরালের কোন সাড়া শব্দ না পাওয়ায় ওই বিদেশি নাগরিক বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

[৬] ওসি জানান, পুলিশের প্রাথমিক ধারণা স্টোকে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

[৭] কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ শাহীন মো. আব্দুর রহমান বলেন, রাতে হাসপাতালে অজ্ঞান অবস্থায় এক বিদেশি নাগরিককে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

[৮] করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে পরীক্ষার জন্য মৃত বিদেশি নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে আরএমও বলেন, করোনা পরীক্ষার ফলাফল জানার পর বিদেশি নাগরিকের মৃতদেহ সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়