শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় চাষীর হাসি সেলের কৃষানী গ্রুপের ধান কাটা শুরু

গোপালগঞ্জে প্রতিনিধি ও সমীর রায় : [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বোরোধান কর্তনে শ্রমিক সংকট নিরসনে ব্যতিক্রমী উদ্দ্যোগে চাষীর হাসি সেল গঠনের ধান কাটা শুরু হয়েছে।

[৩] সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের উদ্যোগে এ সেল গঠন করা হয়।

[৪] সিআইজি মহিলা কৃষক সমবায় সমিতির কৃষানী বৃন্দ চাষীর হাসি সেল- এ নিবন্ধন করে নিরাঞ্জন হালদারের ১.৩০ একর জমির ধান কাটা হয়।

[৫] এসময় উপস্থিত ছিলেন চাষীর হাসি সেলের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় ও রেজিষ্টেশন কমিটির আহবায়ক, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মিলন। আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার এবং সুমন মৈত্র।

[৬] কৃষিবিদ মো. মিলন বলেন - বাগানউত্তরপাড় গ্রামের বোরোচাষী নিরাঞ্জন হালদার তার ধান কাটার জন্য আবেদন করেছেন । আবেদন করার পরে গ্রামের মহিলা সিআইজির সদস্যবৃন্দরা তার ধান কেটে দিচ্ছেন। যা দেখে আমার খুব ভাল লাগল, নারীরাও পিছনে পড়তে চায়না। আমি তাদের সাধুবাদ জানাই।

[৭] উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বলেন, এরা এলাকার শ্রমজীবী মহিলারা, এর আগেও এরা একটি সিআইজি সমবায় সমতি গঠন করে ঐকবদ্ধ রয়ে বিভিন্ন কর্মকান্ড করেছেন। ইতিমধ্যে চাষীর হাসি সেলে নিবন্ধন করিয়ে এলাকার ৪ জন চাষীর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, সে ধান পর্যায়ক্রমে কাটবে। আমি এই উদ্দ্যোগকে স্বাগত জানাই।

[৮] চাষী নিরাঞ্জন হালদার বলেন- ধান কাটাতে চাষীর হাসি সেলে আমি আবেদন করি, মিলন স্যারেন নেতৃত্বে আমি এই টিমের সাথে চুক্তিবদ্ধ হই। আমার ৩ বিঘা জমির ধান এই টিম কেটে দেবে। আমি এতে খুব খুশি, ধন্যবাদ জানাই মিলন, বিকাশ স্যার সহ ইউএনও স্যারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়